শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পেলে কাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে এবার শুধু জরিমানা নয়, প্রয়োজনে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের ড. কাজী বশির মিলনায়তনের সংস্কার কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন।

মেয়র শেখ তাপস বলেন, ঢাকা শহরে যে ভবনগুলো নির্মাণ করা হয়  সেগুলোতে পানি জমে থাকে। গবেষণা ও জরিপে দেখা গেছে, নির্মাণাধীন ভবনগুলোতে এডিস মশার প্রজননস্থল। ডেঙ্গু নিয়ন্ত্রণে ভবন নির্মাণসংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠান বিশেষ করে রিহ্যাবের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর