বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

গ্রীষ্মের ছুটি ঈদের সঙ্গে সমন্বয় রাবিতে

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মের ছুটি ঈদুল আজহার সঙ্গে সমন্বয় করা হয়েছে। গতকাল তথ্যটি নিশ্চিত করেছেন জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে। তিনি বলেন, আসন্ন ৪-৯ মে গ্রীষ্মের ছুটির পরিবর্তনে ঈদুল আজহার সঙ্গে সমন্বয় করা হয়েছে। ফলে ঈদ ও গ্রীষ্মের একাডেমিক ছুটি ৯-২৭ জুন পর্যন্ত থাকবে এবং ৯-২৫ জুন দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। ২১ এপ্রিল সভা ডাকে। সভায় গরমের মাত্রা কমাতে ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সম্ভাব্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রমের সিদ্ধান্ত হয়। এ ছাড়া অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগের ওপর অর্পণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর