বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তিন মামলায় মামুনুল হকের জামিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় করা নাশকতার পৃথক তিন মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম) মো. মাহবুবুল হকের আদালতে এ তিন মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন বিচারক। মামুনুল হকের আইনজীবী আবদুস সালাম হিমেল এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে মামুনুল হকের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে আরও দুটি মামলা থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলেও জানান এ আইনজীবী। এ তিন মামলার মধ্যে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদসহ নানা দাবিতে হেফাজতের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া মতিঝিল থানায় অন্য মামলটি দায়ের করা হয় ২০১৩ সালের ১৪ মে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার অভিযোগে এ মামলাটি করে পুলিশ।

এ মামলায় মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলামের ২৩৭ নেতা-কর্মীকে আসামি করা হয়।

উল্লেখ্য, মাওলানা মামুনুল হক ২০২১ সালের ১৮ এপ্রিল গ্রেফতার হয়ে তিন বছরের অধিক সময় ধরে কারাগারে আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর