বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা

হাসানাত আমিনী

নিজস্ব প্রতিবেদক

সিন্ডিকেট ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এখন দিশাহারা। নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে তারা চরম ভোগান্তিতে পড়েছে। বাজার স্থিতিশীল রাখতে তিনি সরকারকে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন। তিনি আরও বলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু নতুন দায়িত্ব পাওয়ার পর বলেছিলেন ‘স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে’। তিনি কথা রাখেননি। সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপও গ্রহণ করেননি। বরং পূর্ব ঘোষণা ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, এশিয়া ফাউন্ডেশনের জরিপে বলা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি দেশের ৮৪ শতাংশ মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। অধিকাংশ নিত্যপণ্যই এখন নিম্ন-আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। জনসাধারণের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। দৈনন্দিন জীবনে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ ও অশান্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর