শিরোনাম
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে ব্যবসায়ীকে পিটিয়ে সোনা টাকা ও মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় মো. ইকবাল হোসেন নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, সাড়ে ৫ ভরি সোনাসহ তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা রড দিয়ে পিটিয়ে ব্যবসায়ীকে আহত করে। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) ওহিদুল হক মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ি প্রতিবাদী ক্লাব সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আহতের ভাই ইকরাম হোসেন জানান, ক্লাবের কাছেই ব্যবসায়ীর বাসা। সবুজবাগের বৌদ্ধমন্দির এলাকায় ‘সামির গোল্ড হাউজ’ নামে ইকবাল হোসেনের জুয়েলারি দোকান রয়েছে। সকালে তিনি মোটরসাইকেল চালিয়ে দোকানের উদ্দেশে রওনা দেন। পথে পাঁচ-ছয়জন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা, সোনা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা সব কিছু নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করি। আহত ইকবাল জানান, বাসা থেকে বের হয়ে কিছুদূর যেতেই স্থানীয় বখাটে ও ছিনতাইকারী ইউসুফ, মুলহাজ, পাপেল, দিপুসহ ছয়/ সাতজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে সঙ্গে থাকা নগদ টাকা, সোনা ও মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সর্বশেষ খবর