শিরোনাম
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সেমিনারে সিআইডি প্রধান

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা হবে ফ্রন্টলাইন ফাইটার

সাইবার বুলিং, সাইবার হ্যারেজমেন্ট, আনইথিক্যাল কন্টেন্ট, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, র‌্যানসমওয়্যার ইত্যাদি সাইবার অপরাধ প্রতিরোধে আজকের শিক্ষার্থীরা আগামীতে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক

আধুনিক বিশ্বে মানুষ প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এতে মানুষ যেমন সুবিধা ভোগ করছে, তেমনি কিছু ঝুঁকিও থেকে যাচ্ছে। দুষ্কৃতকারীরা এ সুযোগ কাজে লাগিয়ে অনলাইনে বিভিন্ন অপরাধ করছে। এসব অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ অপরিহার্য। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে ‘স্টুডেন্টস এনগেজমেন্ট টু কম্ব্যাট সাইবার ক্রাইম’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে দেশগড়ার কারিগর। সাইবার বুলিং, সাইবার হ্যারেজমেন্ট, আনইথিক্যাল কন্টেন্ট, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, র‌্যানসমওয়্যার ইত্যাদি সাইবার অপরাধ প্রতিরোধে আজকের শিক্ষার্থীরা আগামীতে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করবে। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, উত্তরা বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান বিশ্ববিদ্যালয় এবং গ্রিন বিশ্ববিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষার্থী অংশ নেন।

অধ্যাপক ড. খান সরফরাজ আলীর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) তানভির হায়দার চৌধুরী।

সর্বশেষ খবর