মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য (এমপি) নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বন্দরের নাসিম ওসমান উচ্চবিদ্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভিন্ন এতিমখানা, মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নাসিম ওসমানের ছোট ভাই সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কয়েক হাজার শ্রমিক ও এতিমদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন। নাসিম ওসমান একজন বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সৈনিক ছিলেন।

তিনি শুধু প্রত্যক্ষ মুক্তিযুদ্ধই করেননি, ১৯৭৫ সালে জাতির জনকের সপরিবারে হত্যার প্রতিশোধ নিতে অংশ নিয়েছিলেন প্রতিরোধ যুদ্ধেও। নাসিম ওসমান ভাষাসৈনিক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সাবেক এলএমএ মরহুম এ কে এম শামসুজ্জোহা এবং ভাষাসৈনিক নাগিনা জোহার বড় ছেলে। তার ছোট দুই ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ছাত্র জীবনে পরিবারের ভূমিকায় উদ্বুদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে এসে যুদ্ধ করেন। তিনি আমৃত্যু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টি ও মহাজোটের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর