সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বড় উত্থান

সপ্তাহের প্রথম দিনে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। লেনদেন হয়েছে ৮০০ কোটি টাকার বেশি। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯২ পয়েন্টে উঠে এসেছে। গত সপ্তাহে শেষ তিন কার্যদিবসেও সূচক বেড়েছিল। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ৯৮টি প্রতিষ্ঠানের। আর ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮২টির দাম বেড়েছে ৪ শতাংশের ওপরে। এর মধ্যে ৫৯টির দাম বেড়েছে ৫ শতাংশের বেশি। ডিএসইতে দিনভর লেনদেন হয়েছে ৮১৭ কোটি ৭৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭১০ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ১৪ লাখ টাকা। লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৪১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৩৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭০টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৬ কোটি ১৮ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর