সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

চারুকলায় রঘু রাইয়ের প্রদর্শনী ‘রাইজ অব এ ন্যাশন’

সাংস্কৃতিক প্রতিবেদক

চারুকলায় রঘু রাইয়ের প্রদর্শনী ‘রাইজ অব এ ন্যাশন’

’৭১-এর ২৫ মার্চের কালরাত থেকে শুরু করে ১৬ ডিসেম্বরে হানাদার বাহিনীর আত্মসমর্পণ। মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া এসব খ চিত্রকে ক্যামেরার ফ্রেমে বন্দি করেছিলেন আলোকচিত্র সাংবাদিক রঘু রাই। দুর্লভ সেসব ইতিহাস সমৃদ্ধ ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে শুরু হলো ‘রাইজ অব এ ন্যাশন’ শিরোনামের প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. সারওয়ার আলী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপাচার্য ড. রুবানা হক, দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান দুর্জয় রহমান, বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দীন ইউসুফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন শিল্পী নিসার হোসেন।

সর্বশেষ খবর