সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তিনিও আলেসান্দ্রোর। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, অভিবাসনের বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। একটা গোষ্ঠী যারা মানব পাচারকারী তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে মানুষকে লোভে ফেলে। মিথ্যাচার করে ফেক নিউজের মাধ্যমে। লোভে পড়ার ফলে মানুষ ফাঁদে পড়ে অনেক সমস্যার মধ্যে পড়ে যায়, এমনকি মৃত্যুর মুখোমুখি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে যত অপতথ্য, ফেক নিউজ ও গুজব আছে, শুধু অভিবাসনের ক্ষেত্রে যারা মানব পাচারের শিকার হয় তারাই নয়, বরং বিভিন্ন ক্ষেত্রের মানুষ এগুলোর শিকার হয়। এ বিষয়ে বাংলাদেশ-ইতালি কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূত একমত হয়েছেন। তাদের আইনকানুন যেগুলো আছে সেগুলো তারা শেয়ার করবেন। অপতথ্য রোধ করার জন্য আমরা যে উদ্যোগ নেব সেগুলো তারা সমর্থন করবেন।

সর্বশেষ খবর