সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

পরিবহন চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে চাঁদা আদায়ের সময় পাঁচ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মো. চাঁন মিয়া, মো. লিটন, মো. সুমন, সঞ্জিত চন্দ্র দাস ও মো. আল আমিন। এ সময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা ৭ হাজার ২০০ টাকা এবং চারটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। গতকাল রাজধানীর ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় পরিবহন চাঁদাবাজদের ধরতে অভিযান চালানো হয়। অভিযানে আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় পরিবহন চাঁদাবাজ চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় র‌্যাবের আরেকটি অভিযানে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

 তারা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি এবং সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

সর্বশেষ খবর