সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ ছিল উচ্চ আদালতের বিচার

নিজস্ব প্রতিবেদক

সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল জামিল (এ জে) মোহাম্মদ আলীর সম্মানে গতকাল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (হাই কোর্ট ও আপিল বিভাগ) বিচারকাজ বন্ধ রাখা হয়েছিল। এদিন আপিল বিভাগ বসার পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ ঘোষণা দেন। প্রধান বিচারপতি বলেন, সকাল সাড়ে ১০টার পর থেকে আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারকাজ বেলা ১১টা থেকে বন্ধ থাকবে। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৩টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ জে মোহাম্মদ আলী (৭২)।

পরদিন সন্ধ্যায় তার মৃতদেহ দেশে আনা হয়। পরে শনিবার বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা এবং বাদ আসর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যায় বনানী কবরস্থানে দাফন করা হয়।

এ জে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ছিলেন আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য।

সর্বশেষ খবর