বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

আইসিসিবিতে পর্দা নামল ডেনিম এক্সপোর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে পর্দা নামল দুই দিনব্যাপী ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৬তম আসরের। এবারের মেলায় ১১ দেশের ৬০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মিজ ইরমা ভন দুরিন, বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বর্তমান সভাপতি এস এম মান্নান (কচি), এইচঅ্যান্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন রুবেল।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি এসেছে পোশাকশিল্পের হাত ধরে। বিশ্বের প্রায় ১৬০টি দেশের মানুষ মেড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশই নয়, নিরাপদ পোশাক প্রস্তুতকারী দেশও। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা আমাদের দেশে। মন্ত্রী আরও বলেন, এ দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশ আসে এ শিল্প থেকে। প্রায় ৪০ লাখ কর্মী আছেন এখানে। যার ৬৫ শতাংশ নারী। এ দেশের ২ কোটি মানুষের জীবনজীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের সঙ্গে জড়িত। এ দেশের জিডিপিতে এ শিল্পের অবদান প্রায় ১১ শতাংশ।

বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমরা পোর্টে অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই। আমরা যদি মুক্তি পাই তাহলে এ ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিতে পারব। বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি) বলেন, দেশে রপ্তানিমুখী ডেনিম পোশাক কারখানাগুলো প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ফেব্রিক জোগান দিতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর