বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

বাউবির বিএসএস ও বিএ পরীক্ষার পাসের হার ৭০.৪৭

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস ২০২১ সালের পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং  চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৭০.৪৭ ভাগ। পরীক্ষায় ছয়টি সেমিস্টারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ২ লাখ ৫৮ হাজার ৬৭৬ জন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় ৪৬ হাজার ৫০৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩২ হাজার ৭৭৫ জন উত্তীর্ণ হয়েছেন। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম মেজবাহউদ্দিন এ তথ্য জানান। শিক্ষার্থীদের মধ্যে ছয়জন এ-, ৩০০ জন বি-প্লাস, ৩ হাজার ৫৭২ জন বি, ১১ হাজার ৭ জন বি-, ১১ হাজার ৭৭০ জন সি প্লাস, ৫ হাজার ৩৮৬ জন সি এবং ৭৩৪ জন সি- গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর