বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়ে যাবেন : ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়ে যাবেন : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, হজযাত্রীদের ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়ে হজে যাবে।

গতকাল সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী আরও বলেন, হজযাত্রী নেওয়ার দায়িত্ব সৌদি আরব সরকারের। ভিসা দেওয়ার দায়িত্বও তাদের। তারা যদি হজযাত্রী না নিতে পারে ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি আমাদের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে, সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে। ভিসা আবেদনের সময় বাড়ার ইঙ্গিত দিলেও সুনির্দিষ্টভাবে তারিখ জানাতে চাননি ধর্মমন্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে হজ ফ্লাইট।

 চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজ পালন করবেন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩৫ হাজারের মতো হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর