বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

সচিবালয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

তিনটি পৃথক প্রস্তাবে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ মোট ১২টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে প্রায় ২ হাজার ২৮৪ কোটি ২৫ লাখ টাকা। গতকাল সচিবালয়ে ক্রয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দেশের বাইরে থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ-এর সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, তিন কার্গো এলএনজির মধ্যে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান গানভর প্রাইভেট লিমিটেড দুই কার্গো এবং কাতারের কাতার এনার্জি ট্রেডিং এলএলসি এক কার্গো এলএনজি সরবরাহ করবে। তিনি জানান, বৈঠকে টিসিবির জন্য ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল, ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল ক্রয়ের প্রস্তাব এবং তিনটি পৃথক প্রস্তাবে ২২ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের আধুনিকায়ন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজের  আওতায় তিনটি বেসমেন্টসহ ১ হাজার ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম ও ১২ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবনের পূর্ত, অভ্যন্তরীণ স্যানিটারি, বৈদ্যুতিক এবং বহির্বৈদ্যুতিক কাজের ক্রয় প্রস্তাব অনুমোন দেওয়া হয়েছে।

এতে ব্যয় হবে ১৮৩ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে যৌথভাবে ময়মনসিংহের এইচএসএল-এমএসই (জেভি)।

সর্বশেষ খবর