বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

সূচকের পতনে কমেছে লেনদেন

বেড়েছে ৯৪ কোম্পানির কমেছে ২৫৩টির

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ দিনে শেয়ারবাজারে সূচক পতনের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক কমেছে। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট কমে নেমেছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে। ডিএসইতে ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকা। ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির, বিপরীতে ২৫৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষে ছিল ফারইস্ট নিটিং। কোম্পানিটির ৩৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।

৩৪ টাকার লেনদেনে দ্বিতীয় শীর্ষে ছিল মালেক স্পিনিং ও ৩৩ কোটি টাকার লেনদেনে তৃতীয় শীর্ষ কোম্পানি ছিল গোল্ডেনসন। অন্যদিকে সিএসইর সার্বিক সূচক ৬৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৩১৩ পয়েন্টে নেমেছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। ২৪৯ কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ৭১টির কমেছে ১৪৮টির এবং ৩০ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর