বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

গৃহকর্মী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

১৮ বছর আগে রাজধানীর মতিঝিল এলাকায় কিশোরী গৃহকর্মীকে হত্যার মামলায় গৃহকর্তা নজরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া আক্তারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন গতকাল এ রায় দেন। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের আদেশ দেন। রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়। জানা যায়, ঢাকার মতিঝিল এলাকায় আসামি নজরুল-রাবেয়া দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করতেন ১১ বছর বয়সী শিল্পী বেগম। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি গুরুতর মারধরে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিল্পী। শিল্পীর বাবা সিরাজুল ইসলাম মতিঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে মতিঝিল থানার এসআই গাজী মোহাম্মদ ইব্রাহিম একই বছরের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছরের ২৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

সর্বশেষ খবর