শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

সারা দেশে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি

ঈদুল আজহা উপলক্ষে ৬৪ জেলার ১০০ স্থানে বসুন্ধরা গ্রুপের উৎপাদিত পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি শুরু হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এ ‘ট্রাক সেল’ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান - বাংলাদেশ প্রতিদিন

ঈদুল আজহা উপলক্ষে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পণ্য সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ‘সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা পণ্য ভোক্তার জন্য’ এ স্লোগান নিয়ে রাজধানীর ১৭টি স্পটসহ সারা দেশের ১০০টি স্থানে ট্রাক থেকে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে তেল, আটা, ময়দা, সুজি, মসলা, নুডলসসহ ৩১টি পণ্য কিনতে পারবেন। গতকাল বসুন্ধরা গ্রুপের কার্যালয় ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-২ থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা গ্রুপের হেড অব সেলস রেদোয়ানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত বছর থেকে শুরু করা আমাদের এই কার্যক্রম আরও ব্যাপকভাবে পবিত্র রমজান মাসেও আমরা পরিচালনা করেছিলাম। আমরাই প্রথম সারা দেশে ৬৪টি জেলায় সাশ্রয়ী মূল্যে ‘ট্রাক সেল’ কার্যক্রম চালু করলাম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান এ কার্যক্রম উদ্বোধনের পর কয়েকটি জেলায় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজকে ধন্যবাদ জানিয়ে বলেন, বসুন্ধরার এই উদ্যোগের ফলে আশা করছি আমাদের পণ্য সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। বসুন্ধরার এ কার্যক্রমের ফলে বাজার স্থিতিশীল থাকবে। তিনি বলেন, আমি আনন্দিত বসুন্ধরা গ্রুপ ঈদুল আজহা উপলক্ষে দেশের ৬৪টি জেলায় একযোগে ১০০ পয়েন্টে ট্রাক সেলের মাধ্যমে ৩১টি পণ্য বিশেষ ছাড়ে বাজারজাত করছে। বসুন্ধরা গ্রুপ দেশের বৃহত্তম একটি করপোরেট গ্রুপ। এই গ্রুপ যদি এমন কার্যক্রম গ্রহণ করতে পারে তাহলে দেশের অন্যান্য গ্রুপও এই কার্যক্রম নেবে বলে আমি বিশ্বাস করি। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ সেক্টর এ চিফ হিউম্যান রিসোর্স অফিসার ক্যাপ্টেন শেখ এহসান রেজা, বসুন্ধরা গ্রুপ সেক্টর এ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং সিওও এম এম জসীম উদ্দীন, বসুন্ধরা গ্রুপ সেক্টর এ সাপ্লাই চেইন ডিভিশনস সিওও আবদুস শুক্কুর, বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা ফুড ডিভিশনস চিফ ফিন্যান্সিয়াল অফিসার বেলাল হোসেন, বসুন্ধরা গ্রুপের ফুড ডিভিশনস এবং বসুন্ধরা এলপিজি হেড অব সেলস রেদোয়ানুর রহমান সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক (কার্যক্রম ও গবেষণা) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, ডেপুটি ডিরেক্টর আতিয়া সুলতানা, ডেপুটি ডিরেক্টর আফরোজা রহমান, সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক মো. শাহ আলম এবং বসুন্ধরা গ্রুপের ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

কোন পণ্যের কত দাম : ট্রাক সেলের মাধ্যমে ১ লিটার সয়াবিন তেল ১৬৭ টাকার পরিবর্তে ১৬০ টাকা, ২ লিটার সয়াবিন তেল ৩৩৪ টাকার পরিবর্তে ৩২০ টাকা, ৩ লিটার সয়াবিন তেল ৫০০ টাকার পরিবর্তে ৪৮০ টাকা, ৫ লিটার সয়াবিন তেল ৮১৮ টাকার পরিবর্তে ৭৮৫ টাকা, ৮ লিটার সয়াবিন তেল ১৩০৮ টাকার পরিবর্তে ১২৫৫ টাকা, ১ লিটার সরিষার তেল ৩৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা, ১ কেজি আটা ৬০ টাকার পরিবর্তে ৪৫ টাকা, ১ কেজি ময়দা ৭২ টাকার পরিবর্তে ৫৮ টাকা, ২৫০ গ্রাম সুজি ২৫ টাকার পরিবর্তে ১৮ টাকা, ১ কেজি মসুর ডাল ১৫০ টাকার পরিবর্তে ১৩৮ টাকা, ১ কেজি চিনিগুঁড়া চাল ১৭৫ টাকার পরিবর্তে ১৪২ টাকা, ২০০ গ্রাম সেমাই ৪৫ টাকার পরিবর্তে ৩০ টাকা, ২০০ গ্রাম লাচ্ছা সেমাই ৫০ টাকার পরিবর্তে ৩৫ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুডলস (৮ প্যাক) ১৪০ টাকার পরিবর্তে ১১৫ টাকা, ১৫০ গ্রাম স্টিক এগ অ্যান্ড চিকেন নুডলস ২৫ টাকার পরিবর্তে ২২ টাকা, ৩০০ গ্রাম পান্ডা অথেনটিক চাইনিজ নুডলস ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা, ২০০ গ্রাম সি-শেল পাস্তা ৫০ টাকার পরিবর্তে ৩৮ টাকা, ২০০ গ্রাম ম্যাকারনব অ্যাসরটেড ৪৫ টাকার পরিবর্তে ৩৫ টাকা, ৫০০ গ্রাম হলুদের গুঁড়ার প্যাকেট ২৪০ টাকার পরিবর্তে ১৮০ টাকা, ৫০০ গ্রাম মরিচের গুঁড়ার প্যাকেট ৪১০ টাকার পরিবর্তে ৩২০ টাকা, ৫০০ গ্রাম ধনিয়ার গুঁড়ার প্যাকেট ২৪০ টাকার পরিবর্তে ১৮০ টাকা, ৫০০ গ্রাম জিরার গুঁড়ার প্যাকেট ৮৩০ টাকার পরিবর্তে ৭৪০ টাকা, ৩৫ গ্রাম রোস্ট মসলা ৬৫ টাকার পরিবর্তে ৫৫ টাকা, ১০০ গ্রাম মুরগির মসলা ৭৮ টাকার পরিবর্তে ৬৫ টাকা, ৪০ গ্রাম বিরিয়ানি মসলা ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা, ১০০ গ্রাম গরুর মাংসের মসলা ৮৪ টাকার পরিবর্তে ৭০ টাকা, ৫০ গ্রাম কাবাব মসলা ৯০ টাকার পরিবর্তে ৭০ টাকা, ৫০ গ্রাম বোরহানি মসলা ৪০ টাকার পরিবর্তে ৩২ টাকা, ৫০ গ্রাম চটপটি মসলা ৪০ টাকার পরিবর্তে ৩২ টাকা, ২০০ গ্রাম বসুন্ধরা চা (প্রিমিয়াম) ১১০ টাকার পরিবর্তে ৮৫ টাকা, ১০০ গ্রাম বসুন্ধরা প্রিমিয়াম টি ব্যাগ ৯০ টাকার পরিবর্তে ৬৫ টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর