শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

শেখ হাসিনার প্রত্যাবর্তন ছিল মুক্তিযুদ্ধের ধারার প্রত্যাবর্তন

সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু তার নিজের প্রত্যাবর্তন ছিল না। বরং তা ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারার প্রত্যাবর্তন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান। বক্তব্য রাখেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহসভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে একটি সাংবিধানিক সরকারকে উৎখাত করেছিলেন। ক্ষমতা দখল করে পঁচাত্তরের খুনি, একাত্তরের যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে রাজনীতি করার অধিকারও দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলেন। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রত্যাবর্তন ছিল একটা সাহসী সিদ্ধান্ত।

সর্বশেষ খবর