শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

নাঙ্গলকোট উপজেলা নির্বাচন ৫ জুন

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ জুন নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নাঙ্গলকোট উপজেলাসহ স্থগিত থাকা অন্য কয়েকটি উপজেলার নির্বাচন নিয়ে গতকাল অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্থগিত থাকা মোট তিনটি উপজেলা নির্বাচন শেষ ধাপে করতে বলেছি আমরা। নাঙ্গলকোট উপজেলা নির্বাচন ৫ জুন তথা শেষ ধাপের সঙ্গে হবে। স্থগিত থাকা জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনসহ আরও একটি স্থগিত উপজেলা নির্বাচন হবে ৫ জুন। তিনি বলেন, আমরা স্থগিত থাকা নির্বাচন সময় নিয়ে করতে চাই। কেননা চতুর্থ ধাপ বা শেষ ধাপে উপজেলার সংখ্যা কম আছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন বেশি করতে পারব। অনেক উপজেলায় নতুন ব্যালট ছাপতে হবে; এ জন্য সময় প্রয়োজন হবে।

গত ৮ মে নাঙ্গলকোট উপজেলায় ভোট গ্রহণের কথা ছিল। তবে রিটের কারণে ৬ মে ওই উপজেলার ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। গত ১৪ মে মঙ্গলবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহা বেগম হাই কোর্ট থেকে নিজের করা রিট আবেদন প্রত্যাহার করে নেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তার প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। ফলে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে ভোট গ্রহণে আর কোনো বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী। একইদিন এ আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি বিশেষ বাহকের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হয়।

সর্বশেষ খবর