শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

দুই দিনব্যাপী গণিত সম্মেলন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২৩তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু হয়েছে। ‘দ্য ল্যাঙ্গুয়েজ অব সায়েন্স’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক গণিত সমিতি ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আবদুল ওয়াদুদ। সম্মেলনে ২০টি টেকনিক্যাল সেশনে প্রায় ১৩০টি গণিত ও সংশ্লিষ্ট বিষয়ের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। অংশ নিয়েছেন দেশি-বিদেশি প্রায় ২০০ শিক্ষক, গবেষক ও পেশাজীবী।

সর্বশেষ খবর