শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দল এনডিএম এবং গণ অধিকার পরিষদের (একাংশের) সঙ্গে গতকাল বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠক শেষে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

তিনি বলেন, সেই লক্ষ্যে আবার কীভাবে কর্মসূচি নেওয়া যায়, সেটা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে আমরা কোথায় কী কী কর্মসূচি নিতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএমের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির মহাসচিব মোমিনুল আমিন, হুমায়ুন পারভেজ খান, ফারুক-উজ-জামান চৌধুরী, ব্যারিস্টার শাহেদুল আজম ও জাবেদুর রহমান জনি। পরে গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা। এতে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, ইঞ্জিনিয়ার এস ফাহিম, শিরীন আকতার, সাদ্দাম হোসেন, তারেক রহমান, আতাউল্লাহ, পাঠান আজহার, শেখ খায়রুল কবির উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর