শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি : রব

নিজস্ব প্রতিবেদক

অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি : রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অপশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান জরুরি হয়ে পড়েছে। অন্যায়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে আমূল বদলে দিতে হবে। একমাত্র গণ অভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে। গতকাল রাজধানীর উত্তরায় নিজের বাসভবন কার্যালয়ে অনুষ্ঠিত জেএসডির সম্পাদকমন্ডলীর এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সভায় জেএসডি সহসভাপতি তানিয়া রব, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশাররফ হোসেন, লোকমান হাকিম, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মোহাম্মদ আমির উদ্দিন, এস এম সামছুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু প্রমুখ        বক্তব্য রাখেন।

সাধারণ সম্পাদক বলেন, সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার চক্রান্ত হিসাবে রাজনীতিতে ভয়ংকর শূন্যতার সৃষ্টি করছে। অধিকারবিহীন রাষ্ট্র বা সমাজ ক্রমাগত ভয়ংকর হয়ে উঠছে।

সর্বশেষ খবর