সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

আবদুল গাফ্‌ফার চৌধুরী ছিলেন বাঙালি জাতির পথ নির্দেশক : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

আবদুল গাফ্‌ফার চৌধুরী ছিলেন বাঙালি জাতির পথ নির্দেশক : প্রধান বিচারপতি

স্মরণসভা - গতকাল বিকালে আবদুল গাফ্‌ফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা -বাংলাদেশ প্রতিদিন

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, মানব কল্যাণবোধ ও দেশপ্রেম জড়িত বিভিন্ন লেখা ও কর্মের কারণে সুদূর প্রবাসে বসবাস করেও আবদুল গাফ্‌ফার চৌধুরী জীবদ্দশায় জাতির বিবেকে পরিণত হয়েছিলেন, নিজেকে অধিষ্ঠিত করেছিলেন বাঙালি জাতির পথনির্দেশক হিসেবে। গতকাল বিকালে আবদুল গাফ্‌ফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই স্মরণ সভা আয়োজন করে আব্দুল গাফ্‌ফার চৌধুরী স্মৃতি সংসদ।

আবদুল গাফ্‌ফার চৌধুরী স্মৃতি সংসদের আহ্বায়ক আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। অনুষ্ঠানে আবদুল গাফ্‌ফার চৌধুরী স্মারক বক্তৃতা উপস্থাপন করেন বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনীতিবিদ মোনায়েম সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, একুশে টেলিভিশনের সিইও নাট্যকার পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর