সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

ফিলিস্তিনের পক্ষে জাতীয় ঐকমত্য গঠনে তিন দফা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, অপরাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ফিলিস্তিনের সাধারণ মানুষ আজ ভয়াবহ মানবিক বিপর্যয়ে নিমজ্জিত। সংকট উত্তরণে একমাত্র পথ ইসলামী অনুশাসন অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে তিন দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে রয়েছে ২৮ মে সকাল ১০টায় কুমিল্লা কান্দিরপাড় টাউন হল ময়দান থেকে  কুশিয়ারা, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা পর্যন্ত, ২৯ মে কুশিয়ারা থেকে চিটাগাং রোড, নারায়ণগঞ্জ পর্যন্ত এবং ৩০ মে চিটাগাং রোড থেকে শুরু করে সায়েদাবাদ, জয়কালি মন্দির, গুলিস্তান, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মোনাজাত। আবু জাফর মুহাম্মদ সালেহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুহাম্মদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মদ ইয়াছিন ও সোলায়মান কবীর প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর