সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

প্রযুক্তিকে সীমাহীন মুনাফা উপার্জনের হাতিয়ার করা হয়েছে

-প্রফেসর ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে যে প্রযুক্তি আমাদের হাতে আছে তার সাহায্যে অনায়াসে আমরা দারিদ্র্য দূর করতে পারি, পৃথিবীকে রোগমুক্ত করতে পারি এবং প্রযুক্তিকে ব্যবহার করে বৈশ্বিক উষ্ণতা দূর করতে পারি। কিন্তু তা না করে প্রযুক্তিকে আমরা সীমাহীন মুনাফা উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত এক কনফারেন্সে এসব কথা বলেন প্রফেসর ইউনূস। ঢাকার ইউনূস সেন্টার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ইউরোপিয়ান সোশ্যাল বিজনেস ট্যুরে অংশ নিতে ফ্রান্স সফর করছেন তিনি। প্যারিসের মেয়র অ্যান হিদালগো প্রফেসর ইউনূসকে ‘ইমপ্যাক্ট-২’ সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এটি হচ্ছে ফরাসি ইনকিউবেটর ‘ইনকো’ ও প্যারিসের নগর সরকার আয়োজিত একটি বৈশ্বিক সম্মেলন। প্রফেসর ইউনূস শ্রোতাদের উদ্দেশে প্রযুক্তির সুযোগ ও ঝুঁকি সম্বন্ধে, বিশেষ করে যা দারিদ্র্য এবং জলবায়ু সমস্যার সঙ্গে সম্পর্কিত, তা নিয়ে বক্তৃতা করেন। ইউনূস বলেন, সুপার টেকনোলজি তৈরি করে আমরা শুধু কিছু লোককে ক্রমাগতভাবে সীমাহীন সম্পদের অধিকারী হতে সাহায্য করছি। এতে সবার জন্য স্বাস্থ্যসেবা এবং বৈশ্বিক উষ্ণতার মতো সমস্যা ক্রমাগত উপেক্ষিত বা আরও খারাপের দিকে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অবশ্যই উদ্দেশ্যগুলোকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে হবে এবং প্রযুক্তিকে সেভাবেই শক্তিশালী করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর