সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

জলাবদ্ধতা ১০ শতাংশে নেমেছে : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাজধানীর জলাবদ্ধতা ছিল অন্যতম প্রধান সমস্যা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যেত এই শহরের প্রায় ৭০ শতাংশ এলাকা। এই সমস্যা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন খাল, বক্স কালভার্ট ও নর্দমা থেকে বর্জ্য ও পলি অপসারণ চলছে। এসব কাজ শেষ হওয়ায় জলাবদ্ধতা সমস্যা ৭০ শতাংশ থেকে এখন ১০ শতাংশে নেমে এসেছে।

গতকাল নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন ডিএসসিসি মেয়র আবারও বলেন, সফলতার সঙ্গে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। গত বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯ হাজার ৭৬৪ জন ডেঙ্গু রোগী পেয়েছি। তখন সারা দেশে রোগী ছিল ২ লাখ ৭১ হাজার ১৭৫ জন, যা মোট রোগীর মাত্র ৩ দশমিক ৬০ শতাংশ। তিনি জানান, দায়িত্ব পালনে অবহেলা, গাফিলতি ও দুর্নীতির দায়ে বিগত চার বছরে বিভিন্ন স্তরের ৩৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। জলাবদ্ধতা প্রবণ মোট ১৬১টি স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১০৯টি স্থানে জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। গত চার বছরে নতুন ৪১টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করেছি। বাকি ওয়ার্ডগুলোতেও বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণে কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, করপোরেশনের প্রাত্যহিক কার্যক্রম সম্পাদনে জনবলের যে তীব্র সংকট ছিল তা উত্তরণে বিগত চার বছরে ৮৭৯ জন জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং ২১৭ জনের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ভারী গাড়ির ১৪৩ জন চালক, ৬৬ জন উপ-সহকারী প্রকৌশলী, ৭৭ জন হিসাব সহকারী, ২৭ জন রেভিনিউ সুপারভাইজার, ৩১ জন পরিচ্ছন্ন পরিদর্শক, ২০ জন স্প্রেম্যান সুপারভাইজার রয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর