সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বৈশিষ্ট্য হারিয়েছে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বৈশিষ্ট্য হারিয়েছে। দল হিসেবে তারা রাজনৈতিক এজেন্ডা হারিয়েছে। আগে আওয়ামী লীগ একটা গাছের মতো ছিল, জনগণ যেখানে বিশ্রাম নিত। এখন সেটা পরগাছা হয়ে গেছে। এখন তারা কিছু পেশাজীবী আর সরকারি কর্মকর্তা নিয়ে দল। গতকাল দুপুরে রংপুর সাকির্ট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জি এম কাদের আরও বলেন, আগে আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবত। এখন তারা কিছু হাস্যকর ও অপ্রয়োজনীয় এমন কিছু করছে, যার কারণে আওয়ামী লীগ এখন দেশের মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য বাড়ছে। ডলারের দাম বেড়েই চলছে। টাকা দিয়েও ডলার পাওয়া যাচ্ছে না। এয়ারলাইনস কোম্পানিগুলো টিকিট বিক্রি করে তাদের দেশে টাকা নিতে পারছে না ডলারের অভাবে। এই অবস্থার সৃষ্টি হলো কেন? ৪০-৪৫ বিলিয়ন ডলারের রিজার্ভ হঠাৎ জিরো হলো কেন? এই রিজার্ভ কই গেল? সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, স্বাভাবিকভাবে তিন মাসের আমদানি ব্যয় সমান রিজার্ভ থাকার কথা থাকলেও বর্তমানে ৪-৫ বিলিয়ন ডলার আছে। এই অবস্থায় প্রতিদিনই কমে যাচ্ছে টাকার ভ্যালু। ইমপোর্ট করতে পারছে না সরকার। মিল ফ্যাক্টরিগুলো চলতে পারছে না। মানুষ বেকার হয়ে যাচ্ছে। এ অসহনীয় পরিবেশ থেকে মানুষ মুক্তি চায়। তিনি আরও বলেন, সরকার প্রচুর লুটপাট করছে। বিদ্যুৎ আর গ্যাসে লুটপাট হয়েছে। বিদেশে প্রচুর টাকা পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে সরকারের নিষেধাজ্ঞা ঠিক না। ডোনাল্ড লুর সফর সম্পর্কে তিনি বলেন, সম্প্রতি ডোনাল্ড লু সফরে এসে বললেন, আমেরিকান অনেক কোম্পানি এখানে বিনিয়োগ করছে। কিন্তু তারা প্রফিট নিয়ে যেতে পারছে না দেশে। এসব কারণে এ দেশে কেউ আর বিনিয়োগ করতে চাইবে না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর