সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

মধ্যরাত থেকে কার্যকর হয়েছে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজননকাল উপলক্ষে বঙ্গোপসাগর ও নদী মোহনায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২৩ জুলাই পর্যন্ত। এ জন্য সরকার মৎস্যজীবীদের আপদকালীন বিকল্প আয় বা খাদ্য সহায়তা হিসেবে দুই কিস্তিতে ৬৫ দিনের জন্য ৮৬ কেজি হারে ৩ লাখ ১১ হাজার ৬২টি জেলে পরিবারকে ভিজিএফ কার্ডে বরাদ্দ দিয়েছে। গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর