সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

পোশাকের ন্যায্যমূল্য চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

পোশাকের ন্যায্যমূল্য এবং এথিক্যাল সোর্সিং নিশ্চিত করতে ইউরোপীয় ক্রেতাদের আহ্বান জানাতে রাষ্ট্রদূতদের অনুরোধ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান কচি। গতকাল রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই আহ্বান জানান। বিজিএমইএ সভাপতি অভিন্ন লক্ষ্য অর্জনে ইইউর সঙ্গে অংশীদারি আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিভিন্ন দিকগুলো বিশেষ করে সাম্প্রতিক সময়ে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অর্জনগুলো তুলে ধরেন। বৈঠকে এস এম মান্নান কচি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সহযোগিতা অব্যাহত রাখা, বিশেষ করে চলমান এভরিথিং বাট আর্মস (ইবিএ) স্কিম থেকে জিএসপি প্লাস এ উত্তোরণের সময়কাল বৃদ্ধি করে বাংলাদেশকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তোরণের পরও বাংলাদেশ যাতে করে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পারে, তা নিশ্চিত করার জন্য এই সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ডিউ ডিলিজেন্স ডিরেকটিভ ও অন্যান্য আসন্ন প্রটোকলগুলো অনুসরণ করার ক্ষেত্রে শিল্পের সক্ষমতা বৃদ্ধি করার জন্য ইইউর সহযোগিতা কামনা করেন।

সবচেয়ে বড় বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ইইউর সহযোগিতা বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বাংলাদেশের পাশে থাকার জন্য ইইউর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর