সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ার নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২২ মে। ‘ইন্টারন্যাশনাল ক্যান্সার ও প্যালিয়েটিভ   কেয়ার কনফারেন্স ২০২৪’ শীর্ষক কনফারেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়, সিমন বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতালের প্রতিনিধিসহ ক্যান্সার থেরাপি ও প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে দেশীয়    বিশেষজ্ঞরা অংশ নেবেন। কনফারেন্সটি উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী  ডা. রোকেয়া সুলতানা। গতকাল কুমুদিনীর ঢাকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. আবদুল হালিম, কুমুদিনী হাসপাতালের  ডিরেক্টর মোহাম্মদ ফারুক, কুমুদিনী নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল সিস্টার রীনা ম্যাগডালিন ক্রুজ এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সিএফও মানিক কুমার সরকার উপস্থিত ছিলেন। 

 

প্রিন্সিপাল ডা. মো. আবদুল হালিম বলেন, পলিয়েটিভ কেয়ার মানে হচ্ছে- যে কোনো বয়সের চিকিৎসার ঊর্ধ্বে থাকা মৃত্যুপথযাত্রী কোনো ব্যক্তিকে সেবা প্রদান করার বৈজ্ঞানিক উপায়। প্যালিয়েটিভ কেয়ারে অসুস্থ ব্যক্তির কষ্ট লাঘবসহ নানা উপকারিতা রয়েছে। এই কনফারেন্সে ক্যান্সার নিবারণে সচেতনতা বৃদ্ধি, সময়মতো ক্যান্সার শনাক্তকরণ, প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসসহ বিভিন্ন বিষয়ে কি-নোট উপস্থাপনা, প্যানেল আলোচনা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি হেলথকেয়ার প্রফেশনাল, গবেষক এবং নীতি-নির্ধারকরা ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ারের ক্ষেত্রে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করবেন। বিগত ৯০ বছর ধরে রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট দেশের সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে অব্যাহতভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর