সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ চুক্তি চায় কানাডা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির আগ্রহ দেখিয়েছে ঢাকা সফররত কানাডার একটি প্রতিনিধি দল। গতকাল দুপুরে সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিলের নেতৃত্বে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাণিজ্য প্রতিনিধি পল থোপিল বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ-কানাডার মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারী কোম্পানিগুলোকে বিনিয়োগে আগ্রহী করতে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ চুক্তি সম্পন্ন করতে চায় কানাডা। অবকাঠামোগত প্রকল্প, সাইবার নিরাপত্তা একইসঙ্গে তৈরি পোশাক খাতে বিনিয়োগে আগ্রহী আমরা। ক্যানোলা তেল রপ্তানির আগ্রহ প্রকাশ করে বানাডার বাণিজ্য প্রতিনিধি আরও বলেন, বাংলাদেশে এ তেলের ফ্যাক্টরি স্থাপন হলে তেল প্রক্রিয়া করা আরও সহজ হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ পর্যায়ে রয়েছে। বাজার সুবিধা পেতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এ সময় বাংলাদেশে কানাডার হাইকমিশনার লিলি নিকলস, কমার্শিয়াল কাউন্সিলর দেবরা বইয়েস প্রমুখ উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর