সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

তাপপ্রবাহ চলছে সপ্তাহ শেষে লঘুচাপের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

তাপপ্রবাহ চলছে সপ্তাহ শেষে লঘুচাপের পূর্বাভাস

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। বুধবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত  হতে পারে।

গতকাল সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বাগেরহাটের মংলায় ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারি জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, তা আজও অব্যাহত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর