সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই সাংবাদিকের অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক

‘মিথ্যা-আক্রমণাত্মক’ তথ্য প্রকাশের অভিযোগে করা মামলায় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক এস এম মোরশেদ এবং পত্রিকাটির সিনিয়র রিপোর্টার এজাজ রহমানকে অর্থদন্ড দিয়েছেন আদালত। রায়ে এস এম মোরশেদকে ২ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ড এবং এজাজ রহমানকে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। এ মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয়েছিল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে আসামিপক্ষ অর্থদন্ড পরিশোধের জন্য এক মাস সময় চেয়ে আবেদন করেন।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করেছেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামানকে নারীলোভী, অর্থ আত্মসাৎকারী, নারী পাচারকারী ও মাদকাসক্ত আখ্যা দিয়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রায় ২০২০ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এস এম মোরশেদ ওই বছরের ১২ ডিসেম্বর তার ফেইসবুক আইডি থেকে সংবাদের স্ক্রিনশট বিভিন্ন মানুষের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে শেয়ার করেন। এ অভিযোগে তিনি ২০২১ সালের ১৮ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি করেন।

সর্বশেষ খবর