মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

কমিউনিটি ক্লিনিক বিশ্বে রোল মডেল

সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

কমিউনিটি ক্লিনিক বিশ্বে রোল মডেল। এই প্রতিষ্ঠান ইউনিভার্সেল হেলথ কভারেজে (ইউএইচসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চিকিৎসাসেবা পেতে ব্যক্তির নিজস্ব ব্যয় কমানো এবং রোগের বোঝা কমানোর ক্ষেত্রে এই ক্লিনিক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন বক্তারা।

‘কমিউনিটি ক্লিনিক : এ গেটওয়ে টু ইউনিভার্সেল হেলথ কভারেজ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) আয়োজনে এ সেমিনার প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। নিপসম পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. মো. তারিক মেহেদী পারভেজ, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিপসমের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম। অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, অনেক দেশ তৃণমূল পর্যায়ে তাদের স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক মডেল অনুকরণ করছে। নানা প্রতিকূলতার মধ্যেও সিএইচসিপিরা কাজ করছেন।

 

সর্বশেষ খবর