শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় শেখ (২২) নামে এক যুবক। রবিবার দিবাগত রাতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় শেখ আড়পাড়া গ্রামের রফিক শেখের ছেলে।

ফেসবুকে তিনি উল্লেখ করেন, ‘আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে, সেটা যতবারই মনে পড়ে না কেন, ততবারই তাকে মেরে ফেলে। এত সুন্দর জীবন হয় মানুষের, আর জীবন দুঃখে ভরা। ভালো থাকুক ত্রিভুবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না। এ দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। নিজের ইচ্ছেতেই ছেড়ে দিলাম এই দুনিয়া। কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা জানান, রাতে হৃদয় নামে এক যুবক আত্মহত্যা করেছে।

পারিবারিক কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

সর্বশেষ খবর