মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা
খুলনা

কুয়েটের সুবর্ণজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নানা আয়োজনে একাডেমিক কার্যক্রম শুরুর ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়। গতকাল অনুষ্ঠানের শুরুতে প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ।

স্বাগত বক্তৃতা করেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান।

এরপর বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শুরু হয়ে ফুলবাড়ী গেট ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, অতিথি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত, ১৯৬৮ সালে ভিত্তি প্রস্তর স্থাপন ও ১৯৭৪ সালের ৩ জুন একাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০০৩ সালে ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

 

 

 

 

 

সর্বশেষ খবর