মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক

ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে সূচক

সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স মাত্র ১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৯১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকা। বাজারে মোট ৩৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৮১টি কোম্পানির। বাকি ১৫৭ কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির। ১৩ কোটি ৭০ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় শীর্ষে ছিল ফার ইস্ট নিটিং এবং ১৩ কোটি ৫০ লাখ টাকা শেয়ার লেনদেনে তৃতীয় শীর্ষে ছিল ই-জেনারেশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইপিআই কমেছে ১৯ পয়েন্ট। দিন শেষে লেনদেন হয়েছে ৭৮ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানি মধ্যে দর বেড়েছে ৭১টির কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের।

সর্বশেষ খবর