মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

জাদুঘরে দেশবরেণ্য ব্যক্তিদের স্মৃতি নিদর্শনভিত্তিক প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

৩৭ বরেণ্য ব্যক্তির ১২৮টি নিদর্শন নিয়ে জাদুঘরে শুরু হলো ‘স্মৃতি চিরন্তন’ শিরোনামের বিশেষ প্রদর্শনী। বরেণ্যরা হলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, কথাসাহিত্যিক শওকত ওসমান, সৈয়দ মুজতবা আলী, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সরদার ফজলুর করিম, আবদুল করিম সাহিত্যবিশারদ, পটুয়া কামরুল হাসান, দানবীর রণদা প্রসাদ সাহা, সার্জেন্ট জহুরুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শহীদ মুনীর চৌধুরী, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, কবি আবদুল মান্নান সৈয়দ, জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ, অধ্যাপক ড. মুস্তফা নুর-উল ইসলাম, শহীদ সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ, ভাস্কর শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ, শহীদ ডা. ফজলে রাব্বি, কাজী মোতাহার হোসেন, রাজনীতিবিদ সাহিত্যিক আবুল মনসুর আহমদ, অধ্যক্ষ ইবরাহীম খাঁ, শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন, শহীদ ড. আলীম চৌধুরী, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, মোস্তফা জব্বার, শহীদ জ্যোর্তিময় গুহ ঠাকুরতা, সাংবাদিক, সাহিত্যিক ও মানবাধিকার কর্মী মংছেনচীং মংছিন, ভাষা সৈনিক ডা. হালিমা খাতুন, ভাষা সৈনিক শামসুল আলম, কবি মহাদেব সাহা, শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদ ড. আবুল খায়ের এবং অধ্যাপক ড. আনিসুজ্জামান।

গতকাল নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ছাড়া শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি। ১২ জুন শেষ হবে এ প্রদর্শনী।

মহিলা সমিতিতে বনের মেয়ে পাখি : বাঁশরী রেপাটরীর প্রযোজনায় বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চায়ন হলো ব্যতিক্রমী গল্পের নাটক বনের মেয়ে পাখি। গতকাল সন্ধ্যায় মঞ্চায়ন হয় নাটকটি।

কবি নজরুল ইসলাম রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন সাজ্জাদ সাজু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল হাসান, শামীমা শওকত লাভলী, জুবায়ের জাহিদ, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, মেহমুদ সিদ্দিকী, জিনাত সানু স্বাগতা, মাঈশা নাওয়ার, নজরুল ইসলাম সোহাগ, শারশীন হায়াত দীপা, ফিরোজ আল মামুন, রুহুল আমিন, মাজহারুল ইসলাম জুয়েল, সাজ্জা সাজু, শিমুল চন্দ্র মিস্ত্রি, নুরজাহান, পাপ্পু, লাভলী প্রমুখ।

 

সর্বশেষ খবর