বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় শফী আহমেদ

সাংস্কৃতিক প্রতিবেদক

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় শফী আহমেদ

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফী আহমেদ। গতকাল বেলা সাড়ে ১১টায় শফী আহমেদের কফিন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দুপুর সোয়া ১২টা পর্যন্ত মৃতদেহে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, জেএসডি, ঐক্য ন্যাপ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাতীয় কবিতা পরিষদ, যুব ইউনিয়ন, বাংলাদেশ যুবমৈত্রী, সমাজচিন্তা ফোরাম, নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণসংগীত পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতা শফী আহমেদের জানাজা হয়।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নেত্রকোনায়। সেখানে তৃতীয় জানাজা শেষে আজ বুধবার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছে তার পরিবার। ৩ জুন সোমবার সন্ধ্যায় বাসা থেকে অচেতন অবস্থায় উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৬৩ বছর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে মৃতদেহে শ্রদ্ধা নিবেদন করেন দলটির কেন্দ্রীয় কমিটির একদল নেতা-কর্মী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর