বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে স্ত্রীকে মারধর, শ্বশুরের টাকায় চাকরির দেনা পরিশোধ, স্ত্রীকে অমানুষিক নির্যাতনসহ সংসার না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এই শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী জয়া সাহা এবং তার পরিবার। তিনি সংশ্লিষ্ট দফতরগুলোতে লিখিত অভিযোগ করেছেন। তবে বিচ্ছেদ চান না দুজনই। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সংবাদ সম্মেলন করে এ শাস্তির দাবি জানান স্ত্রী ও তার পরিবার। সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার বলেন, ‘আমি স্ত্রীকে ফিরিয়ে নিতে মোকদ্দমা করেছি। আমি তার সঙ্গে সংসার করতে চাই। এর বেশি কিছু মন্তব্য করতে চাই না।’ লিখিত বক্তব্যে জয়া সাহা বলেন, ‘বিয়ের পর সময় যতই গড়াতে থাকে ধীরে ধীরে আমার স্বামীর ভয়াবহ রূপ বেরিয়ে আসতে থাকে। স্বামীর ভালোবাসা তো দূরের কথা, জুটতে থাকে গঞ্জনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর