বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

ভাড়াটিয়া সেজে স্বর্ণালংকার হাতিয়ে নিতেন তারা

নিজস্ব প্রতিবেদক

বাড়ি ভাড়া নোটিস দেখে তারা বাড়ি টার্গেট করতেন। এক পর্যায়ে ভাড়ার কিছুটা অগ্রিম দিয়ে সম্পর্ক গড়ে নিতেন বাড়ির মালিকের সঙ্গে। এরপর সুযোগ বুঝে নারীদের স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে চম্পট। এমন কয়েকটি অভিযোগের পর অভিযানে নামে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১১ এর একটি দল। যৌথ অভিযান চালিয়ে নরসিংদী সদর থানাধীন বাসাইল এলাকা থেকে গ্রেফতার করে এই চক্রের অন্যতম মূলহোতা মো. আলী হাসান সোহেল ও সালমাকে। এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেন, দুটি স্বর্ণের কানের দুল, একটি ইমিটেশন নেকলেস, প্লাস্টার মোম, দুটি মোবাইল এবং ৫০০ টাকা উদ্ধার করে র‌্যাব।

গতকাল কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এসব বিষয় সাংবাদিকদের অবহিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম। তিনি জানান, আলী হোসেন চক্রটির মূলহোতা। এ চক্রের সদস্য সংখ্যা ৭-৮ জন। আলী হাসান ও তার মামি ৩-৪ বছর ধরে অভিনব কায়দায় মানুষের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর