বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ানোর পর মে মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। গত এক মাসেই ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার ৩৭০ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১১৭ টাকা ধরে)। একক মাস হিসেবে গত ৪৬ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ প্রবাসী আয়।

গতকাল এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে মে মাসে এসেছে ২৭ কোটি ৪৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ১৪ লাখ ৩০ হাজার  ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ ৬২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

করোনা মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। একক মাস হিসেবে এরপর আর এত বেশি প্রবাসী আয় আসেনি। গত মে মাসে এলো ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার। চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে ১১ মাসে প্রবাসী আয় এসেছে ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর