সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

সিলেটে ৩ ঘণ্টার বর্ষণে আবারও ডুবেছে নগর

সিলেট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে গত শনিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। ৩ ঘণ্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। রাত ৯টা থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জলাবদ্ধতার ভয়াবহতা। ছড়া-খাল, ড্রেন ও সড়ক তলিয়ে দেখতে দেখতে পানি ঢুকতে থাকে নগরের বাসাবাড়িতে। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবারের বৃষ্টিপাতে নগরের সুবিদবাজার, পাঠানটুলা, মদিনা মার্কেট, কালীবাড়ি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বাগবাড়ী, জিন্দাবাজার, জল্লারপাড়, মির্জাজাঙ্গাল, দাঁড়িয়াপাড়া, লামাবাজার, ভাতালিয়া, বিলপাড়, শেখঘাট, কলাপাড়া, মজুমদারপাড়া, শিবগঞ্জ, ছড়ারপাড়, মাছিমপুর, মেন্দিবাগ, সাদিপুর, সেনপাড়া, সোনারপাড়া, যতরপুর, সোবহানীঘাট, তালতলা, তেলিহাওর, উপশহর, সাদারপাড়া, তেররতন, দরগামহল্লা, মীরের ময়দান, কেওয়াপাড়া, জালালাবাদ, পীরমহল্লা, বাদামবাগিচা, খাসদবির, চৌহাট্টা, রায়নগর, চারাদিঘীরপাড়, সওদাগরটুলা, মিরাবাজার ও মেজরটিলাসহ শতাধিক এলাকার বাসাবাড়িতে পানি ওঠে। এর আগে গত সপ্তাহে টানা বর্ষণে একইভাবে সুরমা তীরবর্তী ও শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কয়েকদিন স্থায়ী এই জলাবদ্ধতার রেশ কাটতে না কাটতে শনিবার রাতে আরেক দফা জলাবদ্ধতার ভয়াবহ দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। নগরের সেনপাড়ার রবি কিরণ সিংহ রাজেশ জানান, শনিবার রাতের বৃষ্টিতে তার এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। বেশির ভাগ বাসাবাড়িতে পানি ওঠে। এতে আসবাবপত্র ভিজে মানুষকে মারাত্মক দুর্ভোগে পড়তে হয়। রাজেশ জানান, এক সপ্তাহ আগে জলাবদ্ধতার শিকার হয়ে বাসার অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে। দ্বিতীয়বারের মতো বাসায় পানি ঢুকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

 

সর্বশেষ খবর