সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

লালমনিরহাট সীমান্তে বিজিবির মামলায় বাড়িছাড়া গ্রামবাসী

লালমনিরহাট প্রতিনিধি

বিজিবির মামলায় গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তবর্তী এলাকার শতাধিক পরিবারের পুরুষ সদস্য। বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত হওয়ার প্রতিবাদ জানানোয় এ মামলা করা হয়েছে বলে গ্রামবাসীর অভিযোগ। মামলার পর থেকেই আসামিসহ তাদের পরিবারের পুরুষ সদস্যরা বাড়িছাড়া হয়েছেন।

জানা গেছে, গত শনিবার রাতে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিঙ্গিমারী ক্যাম্পের ইনচার্জ সুবেদার সফিজুল হক বাদী হয়ে সীমান্তবর্তী গ্রামবাসীকে আসামি করে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন।

 

 

সর্বশেষ খবর