সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

গৃহহীন-ভূমিহীন মুক্ত হচ্ছে ঢাকা জেলা

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের মানুষকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার অংশ হিসেবে আগামী ১১ জুন ঢাকা জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। ঢাকা জেলায় আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ে ২০টি ভূমিহীন পরিবারকে গৃহ প্রদানের মাধ্যমে ঢাকা জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

এ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা প্রশাসক আনিসুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে। কর্মসূচির আওতায় ঢাকা জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া সমাপ্ত হতে যাচ্ছে। তবে এরপরও যদি ভূমিহীন কাউকে পাওয়া যায় তাহলে পরবর্তীতে ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, এ পর্যন্ত দেশের ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর