সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা
বিচারপতিকে নিয়ে কটূক্তি

আইনজীবীকে তলব, পেশা থেকে বিরত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে হাই কোর্ট বিভাগের বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে কটূক্তি করার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২৯ আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আরেক আইনজীবীর করা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশে তলবে হাজির হওয়া পর্যন্ত ওই আইনজীবীকে পেশা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ফেসবুকে থাকা তার বক্তব্য অবিলম্বে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

পরে আইনজীবী আহসানুল করীম সাংবাদিকদের বলেন, এর আগেও এ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল। তখন কোর্ট মহানুভবতার সঙ্গে তাকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে এ রকম না করার জন্য সাবধান করে দেওয়া হয়েছিল। তখন তিনি লিখিত দিয়েছিলেন। এখন এ প্রতিশ্রুতি ভেঙে আবার এ রকম করেছেন।

সর্বশেষ খবর