শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

মিরন জল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদ না করতে হাই কোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদ না করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদালত কর্তৃপক্ষকে কলোনির বাসিন্দাদের বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করে সরানোর উদ্যোগ নিতে বলেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর