শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

মধ্য আফ্রিকা যাচ্ছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৫ জন সদস্য মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে যাচ্ছেন। আইএসপিআর জানায়, এ উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান গতকাল বিমান বাহিনী সদর দফতরে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনতে কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ তিনটি এমআই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে। আগামী ১৭ জুন কন্টিনজেন্টের সদস্যরা মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে যাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর